ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানে বাস্তুচ্যুত হওয়া ইহুদি শরণার্থীদের আশ্রয় দেওয়ার নাম করে আরও ফিলিস্তিনি ভূখণ্ড নিজেদের দখলে নেয়ার ছক কষছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক বিশ্লেষণী প্রতিবেদনে তেমনটাই দাবি করছে।
বিশ্লেষকদের মতে, ‘ইসরায়েল চাচ্ছে, ইউক্রেনের ইহুদিরা তাদের দেশে চলে যাক। ওই ভূখণ্ডে মুসলিমের চেয়ে ইহুদির সংখ্যা বৃদ্ধি পাক।’
২৬ ফেব্রুয়ারি এক বিবৃতিতে ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমরা ইউক্রেনের ইহুদিদের ইসরাইলে আসার আহ্বান জানাচ্ছি, কারণ এটা তাদের আদি নিবাস।’
এই আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে শতাধিক ইউক্রেনীয় ইহুদি ইসরাইলে আশ্রয় নিয়েছে। কর্তৃপক্ষের প্রত্যাশা আগামী সপ্তাহগেুলোতে অন্তত ১০ হাজার ইউক্রেনীয় ইহুদি ইসরায়েলে যাবে।
এদিকে বিশ্ব ইহুদি সংগঠন ওয়ার্ল্ড জায়নিস্ট অরগানাইজেশনের বসতি নির্মাণ দপ্তর এরই মধ্যে ইউক্রেন থেকে ইসরায়েলে আশ্রয় নেয়া বা ভবিষ্যতে ইসরাইলে যাবে এমন ইহুদিদের জন্য এক হাজার বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে।
অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস’-এর অধ্যাপক লানা তাতৌর বলেছেন, ‘ ইউক্রেন যুদ্ধটাকে ইসরায়েল দেশটিতে ইহুদি জনসংখ্যা বাড়ানোর কৌশল হিসেবেই নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইসরায়েল কিন্তু সব ইউক্রেনীয় শরণার্থীর জন্য সীমান্ত খুলে দেয়নি, তারা কেবল বেছে বেছে ইউক্রেনের ইহুদিদেরকেই নিচ্ছে।’
ইসরায়েল কর্তৃপক্ষ বলছে ১৯৫০ সালের ল অব রিটার্ন ও ১৯৫২ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী দেশটি অন্তত ২ লাখ ইহুদি শরণার্থীকে আশ্রয় দিতে পারবে।
বিডি প্রতিদিন/নাজমুল