ইউক্রেনের রাজধানী কিয়েভের হোস্তোমেল শহরের মেয়র ইউরি ইলিচ প্রাইলিপকো (৬১) এবং চলচ্চিত্র তারকা পাশা লি (৩৩) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
সোমবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক অভিযানের দ্বাদশ দিনে একজন ইউক্রেনীয় অভিনেতা এবং স্থানীয় মেয়র তাদের দেশের জন্য লড়াই করতে গিয়ে মারা গেছেন।
পাশা লি অভিনয়, উপস্থাপনা এবং ভয়েস ডাবিং কাজের জন্য সুপরিচিত। রুশ দখলকৃত ইউক্রেনের ইরপিনে লড়াই করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন তিনি।
রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমে হোস্তোমেল গ্রামের এই মেয়র বেসামরিক নাগরিকদের খাবার ও ওষুধ বিতরণ করার সময় গুলিতে মারা যান।
নিহত দু'জনই রুশ অভিযানের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনীয়দের সমর্থন করার জন্য তাদের কাজের জন্য প্রশংসিত হয়েছিলেন।
হোস্তোমেলের এই শহরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে। ইউক্রেনে রুশ হামলা শুরুর প্রথম দিকে বিমানঘাঁটি দখলে নেন রুশ সেনারা।
সূত্র: ডেইলি মেইল
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন