ইউক্রেনে হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতেই পশ্চিমা মিত্র দেশগুলোর এই উদ্যোগ।
তবে রাশিয়া বলছে, বিশ্বায়নের যুগে রাশিয়াকে সম্পূর্ণ একঘরে রাখা যাবে না।
রোববার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পশ্চিমা রাষ্ট্রগুলোকে খোঁচা দিয়ে এই মন্তব্য করেন।
ক্রেমলিনের মুখপাত্র বলেন, রাশিয়াকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা যাবে না। আধুনিক যুগে অন্তত প্রযুক্তিগতভাবে এটা সম্ভব নয়।
দিমিত্রি পেসকভ বলেন, বিশ্ব ইউরোপের অনেক থেকে বড়। কিছু বিদেশি রাষ্ট্র রাজি না থাকলেও এখন কিংবা পরবর্তীতে রাশিয়ার সঙ্গে সংলাপে বসতেই হবে।
সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল