অর্থনৈতিক সঙ্কট, খাদ্য থেকে জরুরি ওষুধের অভাব, জ্বালানি তেলের সঙ্কট; সবমিলিয়ে আরও ভয়াবহ হয়েছে শ্রীলঙ্কার পরিস্থিতি। সঙ্কট মোকাবেলায় আশু ব্যবস্থা না নিলে আগেই অনাস্থা ভোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কার বিরোধীরা।
আজ বুধবার সেই লক্ষ্যে অনাস্থা ও অভিশংসন প্রস্তাবে সই করেছে শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল এসজেবি। দলটির ৫০ জন পার্লামেন্ট সদস্য এ পর্যন্ত প্রস্তাবে সই করেছে। এতে আরও বিরোধীরা অংশ নেবে বলে আশা করছে এসজেবি।
শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী অনাস্থা ভোটের প্রস্তাবের জন্য বিরোধীদের অন্তত ৪০ সদস্যের স্বাক্ষর দরকার পড়ে।
এসজেবি নেতা সাজিথ প্রেমাদাসা অফিসিয়াল টুইটারে জানিয়েছেন, ‘পরিবর্তন ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়।’
সূত্র: এনডিটিভি, সাজিথের টুইটার
বিডি প্রতিদিন/নাজমুল