বুদ্ধ নববর্ষ উপলক্ষে ১৬০০ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। তবে এই মুক্তি প্রকল্পের আওতায় রাজনৈতিক বন্দিরা নেই। ফলে হতাশ হয়ে পড়েছে নানা সময়ে সরকার বিরোধী আন্দোলনের জন্য কারাগারে যাওয়া রাজনৈতিক কর্মীদের পরিবার।
রবিবার মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, ৪২ জন বিদেশি নাগরিকসহ এক হাজার ৬১৯ জনকে কারামুক্ত করা হবে।
কারাগার থেকে মুক্ত হওয়া একজন জানিয়েছেন, রাজনৈতিক মামলা ও সরকারবিরোধী আন্দোলনকারীরা নববর্ষ উপলক্ষে দেওয়া এই মুক্তির আওতায় পড়ছে না।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল