খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে শান্তির ডাক দিয়েছেন পোপ ফ্রান্সিস। বিশ্ববাসী ‘ইস্টার ওয়্যার’ পার করছে বলেও মন্তব্য করেন তিনি।
খ্রিস্ট ধর্মের বিশ্বাস অনুযায়ী, যিশুখ্রিস্টের মৃত্যুর তৃতীয় দিনে তিনি ফিরে আসেন। পুনরুত্থানের ওই রোববারটি ইস্টার সানডে হিসেবে পালিত হয়। যিশুখ্রিস্টের এই ফিরে আসা স্মরণে দেশে দেশে খ্রিস্টধর্মাবলম্বীরা বিভিন্ন আচার-অনুষ্ঠানের ভেতর দিয়ে দিনটি পালন করেন।
রবিবার ইস্টার সানডের অনুষ্ঠানে পোপ ফ্রান্সিস বলেন, আমরা অনেক রক্ত দেখেছি, অনেক সহিংসতা দেখেছি। আমাদের হৃদয় ভয় এবং কষ্টে পরিপূর্ণ। পোপ ফ্রান্সিস ইউক্রেনে শান্তি এবং নতুন ভোর প্রত্যাশা করেন।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল