ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় খারকিভ অঞ্চলের ইজিয়াম নগরীতে ইউক্রেনীয় সেনাদের ওপর রাসায়নিক হামলার অভিযোগ উঠেছে।
সেখানকার স্থানীয় একজন সিনিয়র কর্মকর্তা এ অভিযোগ করেছেন বলে নিউজ এজেন্সি ‘অস্ট্রোভ’ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ এক সাক্ষাত্কারে বলেন, এর আগে সিটি কাউন্সিলের একজন কর্মকর্তার কাছ থেকে জানা গেছে যে ইজিয়ামে রুশ বাহিনীর আক্রমণের পর ১২ জন ইউক্রেনীয় সেনার শ্বাসকষ্ট এবং চোখ লাল হয়ে গেছে।
“তবে বিষয়টি সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। কারণ সেখানে কোনও ল্যাব নেই যে, তারা দ্রুত দৌড়ে গিয়ে পরীক্ষা করাতে পারে। সেখানে কোনও মৃত্যুর ঘটনাও ঘটেনি। তবে কিছু রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়েছে বলে জানা গেছে। বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার,” আরেস্টোভিচ ইউটিউবে সাবেক রুশ আইনজীবী ও রাজনীতিবিদ মার্ক ফেইগিনকে এসব কথা বলেন। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম