রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত ব্ল্যাকমেইল করার একটি হাতিয়ার বলে মন্তব্য করেছেন, ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লায়েন।
তিনি বলেছেন, এমন সিদ্ধান্ত কোনোভাবেই ন্যায়সিদ্ধ ও গ্রহণযোগ্য নয়। এটাই বলছে গ্যাস সরবরাহকারী রাশিয়ার ওপর আস্থা রাখা যায় না।
ইউরোপিয় ইউনিয়ন বিকল্প উপায়ে জ্বালানি ব্যবস্থা করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন উরসুলা। তিনি বলেন, ‘আমরা বিকল্পের খোঁজে আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছি। আমি ইউরোপ ও বিশ্বনেতাদের সাথে ইউরোপে জ্বালানি সরবরাজ নিরাপদ করতে কাজ করছি।’
রুশ মুদ্রা রুবলে তেলের দাম পরিশোধ করতে রাজি না হওয়া আজ বুধবার সকালে বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবারহ বন্ধ করে দেয় রাশিয়ার কোম্পানি গাজপ্রোম।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল