উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে ইউক্রেন।
সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে-দেশটির সেনারা উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।
টেলিগ্রামের একটি পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে-পুনরুদ্ধার করা অঞ্চলগুলির মধ্যে রয়েছে রুসকা লোজোভা, যেখান থেকে রুশ বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বোমাবর্ষণ করেছিল। তবে ঠিক কতটি গ্রাম পুনরুদ্ধার করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।
এর আগে গত সপ্তাহে রাশিয়ার সৈন্যদের কাছ থেকে খারকিভের পূর্ব ও উত্তরে আরও কয়েকটি গ্রাম ও শহর ফিরিয়ে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন