২০ মে, ২০২২ ০৭:০৮

বাইডেনের এশিয়া সফরের সময় অস্ত্র পরীক্ষার প্রস্তুতি উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক

বাইডেনের এশিয়া সফরের সময় অস্ত্র পরীক্ষার প্রস্তুতি উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার প্রথমবারের মতো এশিয়া সফর করতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্টের এশিয়া সফরের সময় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা এ কথা বলেছেন।

ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, এ সপ্তাহে বাইডেনের দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফর করার কথা। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ওই সময়ে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষার তথ্য প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বিশ্বাস,  প্রেসিডেন্ট বাইডেনের এশিয়া সফরে উত্তর কোরিয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র অথবা পারমাণবিক অস্ত্র পরীক্ষা কিংবা উভয়টা করতে পারে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, দক্ষিণ কোরিয়া এবং জাপানে প্রেসিডেন্ট বাইডেনের অবস্থানকালে সম্ভাব্য সকল ঘটনা মাথায় রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি।

খবরে বলা হয়েছে, বাইডেনের পাঁচদিনের এশিয়া সফরের কেন্দ্রবিন্দু থাকবে চীন। মার্কিন প্রেসিডেন্ট চীনকে মোকাবেলায় মিত্রদেশগুলোকে দেওয়া প্রতিশ্রুতির নিশ্চয়তা প্রদান করবেন। সফরে বাইডেন ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কর্ম পরিকল্পনা ঘোষণা করতে পারেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর