২৫ মে, ২০২২ ১৪:০৩

অবরুদ্ধ বন্দর থেকে জাহাজ বের করা নিয়ে যা বললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

অবরুদ্ধ বন্দর থেকে জাহাজ বের করা নিয়ে যা বললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

রুশ অবরুদ্ধ বন্দর থেকে জাহাজ বের করা নিয়ে ন্যাটো সহায়তা করবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জাহাজ বের করতে ন্যাটোর ‘নো-ফ্লাই জোন’ চালু করার সম্ভাবনা নেই।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে অংশ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, সর্বাধিক মর্মান্তিক সময়ে তারা আকাশ বন্ধ করেনি, এখন কেন তারা জাহাজ ত্যাগে সমুদ্র উন্মুক্ত করবে?

ইউক্রেনের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া জাহাজ বের হতে দিতে চুক্তিতে স্বাক্ষর করলেও যেকোনো সময় তারা চুক্তি ভঙ্গ করতে পারে। ব্যবহারে রাশিয়া ‘চরম অনিশ্চয়তাপূর্ণ’ (আনপ্রেডিক্টঅ্যাবল)। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর