২৫ মে, ২০২২ ১৮:৫৮

সীমান্তে চীন-রাশিয়ার যুদ্ধ বিমানের মহড়া, জাপানের উদ্বেগ

অনলাইন ডেস্ক

সীমান্তে চীন-রাশিয়ার যুদ্ধ বিমানের মহড়া, জাপানের উদ্বেগ

ছবি রয়টার্সের।

একদিকে কোয়াড সম্মেলন চলছে আর ঠিক সেই সময়েই চলছে রাশিয়া ও চীনের বিমান মহড়া। এর প্রতিবাদ জানিয়ে জাপানের প্রতিরক্ষমন্ত্রী নোবোও কিসি বলেছেন, উস্কানির অংশ হিসেবে চীন ও রাশিয়া এই মহড়া চালিয়েছে। খবর আল-জাজিরা ও রয়টার্সের।

গণমাধ্যমটি জানিয়েছে, মহরার সময় দুই দেশের আকাশ সীমার মধ্যে চীনের বিমান প্রবেশ না করলেও জাপানের সীমান্ত ঘেঁষে যায়। বৈঠকের সময় এই মহড়া চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, জাপান সাগরের ওপর দু’টি চাইনিজ বোম্বার দুটি রাশিয়ার বোম্বারের সঙ্গে যোগ দেয় এবং একসঙ্গে পূর্ব চীন সাগরে উড়ে যায়।

এক বিবৃতিতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমানগুলো জাপানের আকাশসীমা লঙ্ঘন করেনি। কিন্তু গত নভেম্বর মাসের পর জাপান সীমান্তে এটা চীন-রাশিয়ার চতুর্থ যৌথ বিমান মহড়া।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রস্তাবে ২০০৭ সালে গঠিত হয় কোয়াড জোট। শুরুর দিকে নিষ্ক্রিয় থাকলেও ২০১৭ সালের পর থেকে জোটটি সক্রিয় হতে শুরু করে। কোয়াড সম্মেলনে এবার ১৩টি দেশ এক জোট হয়ে বৈঠকে মিলিত হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর