২৮ মে, ২০২২ ১৭:০১

হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল রাশিয়া

অনলাইন ডেস্ক

হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল রাশিয়া

ফাইল ছবি

জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রাশিয়া দেশের অস্ত্র ভাণ্ডারের সর্বশেষ সংযোজন এই ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে-ব্যারেন্টস সাগরে অবস্থিত অ্যাডমিরাল গোর্শকভ যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল এবং আর্কটিকের হোয়াইট সাগরে এক হাজার কিলোমিটার (৬২৫ মাইল) দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে ‘সফলভাবে আঘাত’ হানে।

মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, পরীক্ষাটি চলমান ‘নতুন অস্ত্রের পরীক্ষার’ অংশ হিসেবে নেওয়া হয়েছিল।

এর আগে জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অপ্রতিদ্বন্দ্বী’ বলে অভিহিত করেছিলেন। মস্কো সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন অস্ত্রের উন্নয়ন নিয়ে কাজ করছে। 

সূত্র: আল-জাজিরা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর