২৪ জুন, ২০২২ ১৪:৩৬

ফের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন কিম জং উন

অনলাইন ডেস্ক

ফের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন কিম জং উন

ছবি রয়টার্সের।

আবারও উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন। খবর আল জাজিরা ও রয়টার্সের।

জানা গেছে, বৈঠকে ফ্রন্ট-লাইন সেনাদের জন্য ‘নতুন’ একটি কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে। কিমের এ নির্দেশের পর শঙ্কা দেখা দিয়েছে যে, উত্তর কোরিয়া হয়তো ফ্রন্ট-লাইন আর্টিলারি ইউনিটে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কিম প্রশাসন তার যুদ্ধ পরিকল্পনা সংশোধন করছে। বৈঠকে ‘একটি গুরুত্বপূর্ণ সামরিক কর্ম পরিকল্পনার মাধ্যমে’ দেশের ফ্রন্ট-লাইন ইউনিটের অপারেশনাল দায়িত্ব জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সেনাবাহিনীর সব সদস্যদের এ পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন । তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে নতুন কর্ম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর