২৪ জুন, ২০২২ ১৬:২০

উড্ডয়নে নতুন রেকর্ড গড়ল তুর্কি ড্রোন

অনলাইন ডেস্ক

উড্ডয়নে নতুন রেকর্ড গড়ল তুর্কি ড্রোন

আকাশে সবচেয়ে বেশি সময় ওড়ার নতুন রেকর্ড গড়েছে তুরস্কের অত্যাধুনিক আকিন সি-১ ড্রোন। ড্রোনটি ৩০ ঘণ্টা ৩০ মিনিট একটানা আকাশে ওড়ে।

বুধবার দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা জানায়, ড্রোনটি উচ্চতায় ওঠার নতুন এ রেকর্ড গড়েছে।

তুর্কি ড্রোন বিশেষজ্ঞ বায়কার এক বিবৃতিতে বলেছেন, আকিন সি-১ ড্রোনটি ৪৫ হাজার ১১৮ ফুট বা ১৩ হাজার ৭১৬ মিটার উচ্চতা দিয়ে উড্ডয়নের রেকর্ড গড়েছে।

৭৫০ হর্স পাওয়ার ক্ষমতার দুই ইঞ্জিনবিশিষ্ট বাইকিতার আকিন সি-১ বি তৃতীয়বার এ ধরনের রেকর্ড গড়ল।

২০২১ সালের জুন থেকেই এ ড্রোন নিয়ে গবেষণা চলছে। এর আগে এটি টানা ২০ ঘণ্টা ২৩ মিনিট উড়ে রেকর্ড গড়ে।

তুর্কি এ ড্রোনটি নতুন প্রজন্মের সমরাস্ত্র শিল্পের ক্ষেত্রে নতুন মাইলফলক। চীন-আমেরিকা থেকে শুরু করে অন্যান্য আধুনিক দেশও এই ড্রোনের ধারেকাছের কোনো ড্রোন এখনও তৈরি করতে পারেনি।

সূত্র: ডেইলি সাবাহ

বিডি-প্রতিদিন/বিএইচ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর