২৪ জুন, ২০২২ ২০:৪৮

‘যুদ্ধ-সক্ষমতা’ বাড়ানোর নির্দেশ দিলেন কিম জং

অনলাইন ডেস্ক

‘যুদ্ধ-সক্ষমতা’ বাড়ানোর নির্দেশ দিলেন কিম জং

কিম জং উন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেছেন এবং ‘যুদ্ধ-সক্ষমতা’ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

শুক্রবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র খবর অনুসারে, কিম জং উন তিন দিনব্যাপী ম্যারাথন বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শীর্ষ কর্মকর্তারা একমত হন যে, দেশের যুদ্ধ সক্ষমতা বাড়ানোর জন্য ‘সামরিক নিশ্চয়তা’ দিতে হবে। বৈঠকে বিষয়টি তারা অনুমোদন করেছেন।

সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও আমেরিকা সামরিক মহড়ার মাধ্যমে উত্তর কোরিয়াকে শক্তি প্রদর্শন করেছে। এরপর পিয়ংইয়ং এই বৈঠক করলো। চার বছর আমেরিকা ও দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো যৌথ মহড়া চালিয়েছে।

তিন দিনের বৈঠকে উত্তর কোরিয়া তার যুদ্ধ পরিকল্পনায় পরিবর্তন আনে যা অনেকটা দুর্লভ ব্যাপার। এ সম্পর্কে কেসিএএনএ বলেছে, শীর্ষ নেতৃত্ব ফ্রন্টলাইন ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ সামরিক কর্ম-পরিকল্পনাসহ অপারেশনাল ডিউটি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।  

কিম জং উন পুরো সামরিক বাহিনীকে সর্বাত্মকভাবে যুদ্ধ সক্ষমতা বাড়ানোর জন্য আহ্বান জানান। তিনি বলেছেন, শত্রুর যেকোনো তৎপরতা বানচাল ও দেশের মর্যাদা রক্ষার জন্য শক্তিশালী সক্ষমতা থাকা দরকার।

সূত্র: আল-জাজিরা

বিডি-প্রতিদিন/বিএইচ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর