২৭ জুন, ২০২২ ২১:৩৯

পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে ভিয়েনায় আলোচনায় বসে বিশ্ব শক্তিধর পাঁচ দেশ

ইরানের সঙ্গে পরোক্ষভাবে পরমাণু চুক্তি পুনর্জীবিত করা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

আল আরাবিয়া ওই কর্মকর্তার বরাতে বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতা এবং চুক্তি বাস্তবায়নে প্রস্তুত। তবে এর জন্য ইরানকে অতিরিক্ত দাবি ত্যাগ করতে হবে।

ওয়াশিংটন ইউরোপীয় অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উল্লেখ করে ওই খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের বার্তা ইরানের কাছে পৌঁছে দিচ্ছে।

উল্লেখ্য, ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরায় সক্রিয় করতে ২০২১ সালের এপ্রিল থেকে বিশ্ব শক্তিধর পাঁচ দেশ ( যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন ও রাশিয়া) ইরানের সঙ্গে ভিয়েনায় কয়েক দফা আলোচনায় বসে। কিন্তু আলোচনার মাধ্যমে এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।

বিশ্লেষকরা বলছেন, একাধিকবার চুক্তিতে পৌঁছানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ইরান বিপ্লবী গার্ড বাহিনীকে যুক্তরাষ্ট্রের দেওয়া ‘সন্ত্রাসী’ তকমা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এ কারণে চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়নি। 

বিডিপ্রতিদিন/কবিরুল   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর