উন্মোচিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। মঙ্গলবার (২৭ মে) আনুষ্ঠানিকভাবে সিরিজ ট্রফি উন্মোচন করা হয়। এই সিরিজকে ঘিরে দুই দলের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আগামীকাল বুধবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচই হবে একই ভেন্যুতে।
বাংলাদেশ জাতীয় দল এই সিরিজে নেতৃত্ব দেবেন লিটন দাস। দলে রয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার, যারা নিজেদের মেলে ধরার অপেক্ষায় আছেন। অন্যদিকে, পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা, যাদের স্কোয়াডে রয়েছে অভিজ্ঞ ও উদীয়মান মুখের মিশ্রণ।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটওয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
পাকিস্তান স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মুহাম্মদ ইরফান খান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, নাসিম শাহ।
বিডি প্রতিদিন/মুসা