২৭ জুন, ২০২২ ২২:১৬

৩ লাখ সেনা উচ্চ সতর্কতায় রাখবে ন্যাটো: স্টোলটেনবার্গ

অনলাইন ডেস্ক

৩ লাখ সেনা উচ্চ সতর্কতায় রাখবে ন্যাটো: স্টোলটেনবার্গ

রাশিয়ার হুমকি মোকাবেলায় ৩ লাখ সেনা উচ্চ সতর্কতায় রাখবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জোটের মহাসচিব জেনস স্টোলটেনবার্গ সোমবার এই তথ্য জানিয়েছেন।

ন্যাটো প্রধান বলেন, বেশ কয়েক বছর ধরে ন্যাটো রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব গড়ার চেষ্টা করেছে। কিন্তু রাশিয়া আলোচনা থেকে বের হয়ে গেছে। সংলাপের পরিবর্তে তারা যুদ্ধ বেছে নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের এই বাস্তবতার জবাব দেওয়া প্রয়োজন।

আগামী ২৮-২৯ জুন স্পেনের রাজধানী মাদ্রিদে ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ বলেন, ইতোমধ্যে ৪০ হাজার সেনা উচ্চ সর্তকতায় রাখা হয়েছে। এই সংখ্যা বৃদ্ধি করে ৩ লাখের বেশি করা হবে। সূত্র: রয়টার্স

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর