২৯ জুন, ২০২২ ১৭:৩৬

চীনের পাঁচটি ফার্ম রাশিয়াকে সহায়তা করছে, অভিযোগ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

চীনের পাঁচটি ফার্ম রাশিয়াকে সহায়তা করছে, অভিযোগ যুক্তরাষ্ট্রের

চীনের পাঁচটি ফার্ম রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা শিল্পকে সহায়তার করছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।  এই অভিযোগে পাঁচ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। 

যুক্তরাষ্ট্রের দাবি- চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে ওই কোম্পানিগুলো রাশিয়ার ‘উদ্বেগজনক সংস্থাগুলোকে’ বিভিন্ন সামগ্রী সরবরাহ করেছিল। হামলা শুরুর পরেও তারা নিষেধাজ্ঞা তালিকায় থাকা রুশ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরবরাহ চুক্তি অব্যাহত রেখেছে।

তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের দাবি স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করেনি। 

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর