৩০ জুন, ২০২২ ১১:১৩

প্যারিস হামলা ২০১৫: হামলাকারীকে ফ্রান্সের সর্বোচ্চ সাজা দিয়েছে আদালত

অনলাইন ডেস্ক

প্যারিস হামলা ২০১৫: হামলাকারীকে ফ্রান্সের সর্বোচ্চ সাজা দিয়েছে আদালত

২০১৫ সালের নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে নারকীয় হামলার ঘটনায় এক ব্যক্তিকে সন্ত্রাসবাদ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বন্দুক ও বোমা হামলায় ১৩০ জনকে হত্যার দায়ে সালাহ আবদেসালামকে নামের ওই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এতে কোনো প্যারোলের সুযোগও রাখা হয়নি।

এ ঘটনায় জড়িত আরও ১৯ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত, যাদের মধ্যে ছয় জনকে মৃত বলে মনে করা হচ্ছে।

আদালতের এ রায়কে আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় বিচারকাজ বলে মনে করা হচ্ছে।

২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসের পানশালা, রেস্তোরাঁ, জাতীয় ফুটবল স্টেডিয়াম এবং বাটাক্লান মিউজিক ভেন্যুতে চালানো এই হামলায় শতাধিক মানুষ আহতও হয়েছিলেন।

প্রথমে নিজেকে ইসলামিক স্টেটে আইএসের সদস্য দাবি করলেও পরে ভিক্টিমদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছিলেন আবদেসালাম। সমাপনী মন্তব্যে তিনি আদালতকে জানান, তিনি ‘খুনি নন’, এবং তাঁকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হবে ‘অন্যায়’।


সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর