কারিশ গ্যাসক্ষেত্রে জ্বালানি উত্তোলনকে কেন্দ্র লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর যুদ্ধের হুমকিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক জেনারেল আমুস গিলাদ।
কারিশ গ্যাসক্ষেত্রে জ্বালানি উত্তোলনের ইসরায়েলি সিদ্ধান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে হিজবুল্লাহ নেতা গত সোমবার রাতে বলেন, ইসরায়েলকে সেখানে তেল-গ্যাস উত্তোলন করতে দেওয়া হবে না। হিজবুল্লাহ এই ইস্যুতে প্রয়োজনে যুদ্ধ করবে বলেও তিনি হুমকি দেন।
লেবাননের হিজবুল্লাহ নেতার গত সোমবারের এ সংক্রান্ত বক্তব্য ইসরায়েলি গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে।
হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর এই হুমকির জবাবে আমুস গিলাদ আরও বলেছেন, হাসান নাসরুল্লাহর হুমকিকে গুরুত্ব দিয়ে তা মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, হিজবুল্লাহ কারিশ গ্যাসক্ষেত্রে হামলা চালালে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।
এদিকে, ইসরায়েলের সেনাবাহিনীর অভিজ্ঞ জেনারেল আইজ্যাক ব্রিক বলেছেন, হিজবুল্লাহর কাছে প্রায় এক লাখ ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন রয়েছে। এসব অস্ত্র দিয়ে কারিশ গ্যাসক্ষেত্রসহ ইসরায়েলের বিভিন্ন কৌশলগত অবস্থানে হামলা চালাতে পারে।
কারিশ গ্যাসক্ষেত্রের ইসরায়েলি অবস্থানে হামলার আশঙ্কায় এরইমধ্যে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কারিশ গ্যাসক্ষেত্র লেবাননের পানিসীমার মধ্যেও পড়েছে। কিন্তু ইসরায়েল লেবাননের অধিকারের প্রতি ভ্রুক্ষেপ না করে সেখানে গ্যাস উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে। সূত্র: আল-মায়াদিন
বিডি প্রতিদিন/কালাম