ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝআকাশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে। ফ্লাইট নম্বর ৬ই ২১৪২ বুধবার (২১ মে) রাজধানী দিল্লি থেকে কাশ্মিরের শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে হঠাৎ শক্তিশালী ঝড়ে পড়লে বিমানের সামনের অংশ—বিশেষ করে ‘নাক’ (নোজ)—গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
পরবর্তীতে এক বিবৃতিতে ইন্ডিগো কর্তৃপক্ষ জানায়, পাইলট ও কেবিন ক্রুরা জরুরি পরিস্থিতির স্ট্যান্ডার্ড প্রটোকল মেনে কাজ করেন এবং যাত্রীদের নিরাপদে অবতরণ করানো হয়। ঝড়ের পরপরই আতঙ্কিত যাত্রীদের সহায়তা ও প্রয়োজনীয় মানসিক সাপোর্ট দেওয়া হয়। বিমানটিকে বর্তমানে মাটিতে রেখে প্রযুক্তিগত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে।
ঘটনার সময় বিমানে থাকা ওয়াইস মাকবুল নামে এক যাত্রী এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “আমি তখন বিমানে ছিলাম এবং বাড়ি ফিরছিলাম। মনে হচ্ছিল এটি মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। সবাই আতঙ্কে চিৎকার করছিলেন।”
এক্স-এ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ঝড়ের মধ্যে বিমানের ভেতর যাত্রীরা আতঙ্কে চিৎকার করছেন। অনেকেই প্রার্থনা করছেন ও সৃষ্টিকর্তার নাম নিচ্ছেন। ভিডিওচিত্র ধারণকারী ব্যক্তির মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল।
ইন্ডিগোর এ ঘটনায় বড় দুর্ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে ঘটনার মানসিক প্রভাব দীর্ঘদিন রয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/নাজিম