দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ধরা পড়ল ভারতের কুখ্যাত সিরিয়াল কিলার দেবেন্দ্র শর্মা ওরফে 'ডা. ডেথ'। দিল্লি পুলিশের এক অভিযানে রাজস্থানের দৌসা জেলার এক মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি সেখানে 'সন্ত দয়াদাস মহারাজ' নামে সাধুর ছদ্মবেশে থাকতেন।
দৌসার গুলিসার রামেশ্বর ধাম মন্দিরে বিলাসবহুলভাবে থাকছিলেন দেবেন্দ্র। মন্দিরে ছিল এয়ার কন্ডিশন, ওয়াটার ফিল্টার, কুলার, ওয়াই-ফাই এবং সিসিটিভি ক্যামেরার মতো আধুনিক সুবিধা।
পুলিশের তথ্যমতে, দেবেন্দ্র শর্মা সাধুর ছদ্মবেশে স্থানীয়দের আয়ুর্বেদ চিকিৎসা, ধর্মীয় উপদেশ ও আধ্যাত্মিক পরামর্শ দিয়ে বিশ্বাস অর্জন করেছিলেন। এমনকি তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গেও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
স্থানীয়রা বিস্ময়ে হতবাক, এক বাসিন্দা বলেন, 'কখনো ভাবিনি আমাদের মাঝে একজন সিরিয়াল কিলার থাকবেন।'
বিহারের সিওয়ানে জন্ম দেবেন্দ্র শর্মার। ১৯৮৪ সালে আয়ুর্বেদিক মেডিসিনে স্নাতক হন ও ১৯৮৫ সালে রাজস্থানের বান্ডিকুইয়ে 'জনতা ক্লিনিক' স্থাপন করেন। ১১ বছর পর, ১৯৯৫ সালে চিকিৎসা ছেড়ে অপরাধ জগতে প্রবেশ করেন।
তিনি স্বীকার করেছেন, তিনি ৫০টিরও বেশি ট্যাক্সি চালককে ফাঁদে ফেলে হত্যা করেছেন এবং তাদের গাড়ি ২০ হাজার থেকে ২৫ হাজার টাকায় কালোবাজারে বিক্রি করেছেন। দিল্লি, রাজস্থান ও হরিয়ানায় তার বিরুদ্ধে ৭টি মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজা হয়। কিন্তু প্যারোলে ছাড়া পেয়ে তিনি পালিয়ে যান এবং দীর্ঘদিন আত্মগোপনে থাকেন।
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/মুসা