রাশিয়ায় গ্রেফতার যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনারকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এছাড়া তাকে ১০ লাখ রুবল জরিমানা করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি মস্কোর শেরেমিটিয়েভো বিমানবন্দরে আটক হন ব্রিটনি গ্রাইনার। তার লাগেজে গাঁজার তেল পাওয়ার তথ্য জানায় রুশ কর্তৃপক্ষ। দীর্ঘ সময় বিচার শেষে বৃহস্পতিবার রুশ আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড দিলেন।
নারী বাস্কেটবল খেলোয়াড়দের মধ্যে অন্যতম সফল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনার। দুইবার অলিম্পিক চ্যাম্পিয়ন এই তারকা সিজনের বাইরের সময়ে রাশিয়ায় হয়ে খেলে থাকেন।
রুশ কাস্টডিতে আটক থাকা অবস্থায় মার্কিন বাস্কেটবল সুপারস্টার ব্রিটনি গ্রাইনার সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সাহায্য চেয়ে চিঠি দেন। এরপর যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে বন্দী বিনিময়ের প্রস্তাব দেয়। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল