১৫ আগস্ট, ২০২২ ১৪:০৫

ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে যুক্তরাজ্যে সেনা পাঠাচ্ছে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে যুক্তরাজ্যে সেনা পাঠাচ্ছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন

ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণে যুক্তরাজ্যে ১২০ সদস্যের একটি সেনাদল পাঠাচ্ছে নিউজিল্যান্ড। 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে বলেন, নিউজিল্যান্ডের সেনারা দুইটি পদাতিক বাহিনী গঠন করে ৮০০ ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দিবে। প্রশিক্ষণে যুদ্ধে কার্যকর গুরুত্বপূর্ণ কৌশল, অস্ত্র পরিচালনা, যুদ্ধে আহত হলে প্রাথমিক চিকিৎসা, অভিযানিক আইন এবং অন্যান্য কৌশল শেখানো হবে।

ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিলেও নিউজিল্যান্ড ইউক্রেনে সরাসরি যুদ্ধ করেনি এব করবে না বলেও জানান জাসিন্দা আর্ডেন।

উল্লেখ্য, ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে মিত্র অনেক দেশও যুক্তরাজ্যে সেনা পাঠিয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর