১৮ আগস্ট, ২০২২ ২১:৩৯

‘শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া’

অনলাইন ডেস্ক

‘শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া’

রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র নিচায়েব এই মন্তব্য করেন

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কেবলমাত্র জরুরি অবস্থায় মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। বৃহস্পতিবার এক মিডিয়া ব্রিফিংয়ে রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র নিচায়েব এই মন্তব্য করেন।

রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক এই মুখপাত্র আরও বলেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতের কোনো ইচ্ছা তাদের নেই। 

রুশ সরকারের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাশিয়ার সামরিক নিয়মে কেবলমাত্র গণ ধ্বংসের হুমকির জবাবে, অথবা যখন কেবল রাষ্ট্রের (রাশিয়ার) অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে তখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয় রয়েছে। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর