১৯ আগস্ট, ২০২২ ১৪:৫৭

দোভাষীর ওপর বিরক্তি প্রকাশ করলেন জেলেনস্কি: রিপোর্ট

অনলাইন ডেস্ক

দোভাষীর ওপর বিরক্তি প্রকাশ করলেন  জেলেনস্কি: রিপোর্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সামনে জেলেনস্কির বক্তব্য হুবহু তুলে ধরেননি দোভাষী। আর এতে ওই দোভাষীর ওপর বিরক্তি প্রকাশ করেছেন জেলেনস্কি।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের লেভিভ শহরে এই ঘটনা ঘটে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জনসম্মুখে ইউক্রেনীয় ভাষাতেই কথা বলেন। অনুবাদক তার বক্তব্য প্রয়োজনীয় ভাষায় (বেশিরভাগ সময় ইংলিশে) তুলে ধরে। কিন্তু বৃহস্পতিবার ইউক্রেন প্রেসিডেন্টের দোভাষী, জেলেনস্কির কিছু কথা বাদ দিয়ে বক্তব্য সংক্ষিপ্ত করে তুলে ধরেন। এতেই বিরক্তি প্রকাশ করেন জেলেনস্কি।

দোভাষীর দিকে ফিরে জেলেনস্কি বলেন, ‘আমি সম্ভাবনার বাতায়নের কথা বলেছি’, ‘আমি বলেছি সমস্যার সমাধান হবে না কারণ, প্রতিদিন রাশিয়ার দিক থেকে আমাদের ওপর বন্দুক তাক করা হচ্ছে, গুলি করা হচ্ছে’, ‘আমি বলেছি ইউক্রেনের গৌরবগাঁথার কথা’। ওই সময় দোভাষী বলেন, ‘ইউক্রেন দীর্ঘজীবী হোক’। জবাবে জেলেনস্কি স্পষ্ট বিরক্তির স্বরে বলেন, অসংখ্য ধন্যবাদ!

 বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর