১৯ আগস্ট, ২০২২ ১৬:৪৫

জাতিসংঘের অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের উপস্থিতি ঠেকানোর আহ্বান সিআইএ কর্মকর্তার

অনলাইন ডেস্ক

জাতিসংঘের অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের উপস্থিতি ঠেকানোর আহ্বান সিআইএ কর্মকর্তার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের সাবেক স্টেশন প্রধান নরমান রৌল

আগামী মাসে (সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উপস্থিতি ঠেকাতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের সাবেক স্টেশন প্রধান নরমান রৌল।

সিআইএর সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তেহরান সালমান রুশদির ওপর হামলার মতো অপকর্মের সহায়ক। এছাড়া বিশ্বজুড়ে সহিংসতা এবং উসকানির নেতৃত্বও দিচ্ছে তারা।

নরমান রৌল যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার ইরান বিষয়ক সাবেক ম্যানেজার ছিলেন।

আরব নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ও  জাতিসংঘের এই শক্ত বার্তা দেওয়া উচিত যে, তেহরানের কর্মকাণ্ড সহ্য করা হবে না।

বিডিপ্রতিদিন/কবিরুল  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর