১৯ আগস্ট, ২০২২ ২০:৫৬

রাশিয়ার প্রতি জাপোরিঝিয়ার গ্রিড বন্ধ না করার আহ্বান গুতেরেসের

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রতি জাপোরিঝিয়ার গ্রিড বন্ধ না করার আহ্বান গুতেরেসের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউক্রেনের গ্রিড বিচ্ছিন্ন না করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

 ইউক্রেন এক সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউক্রেনের গ্রিড বন্ধ (অফ) করার পরিকল্পনা করছে। এরপর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই আহ্বান জানালেন। গুতেরেস বর্তমান ইউক্রেনে অবস্থান করছেন।

শুক্রবার জাতিসংঘ মহাসচিব বলেন, জাপোরিঝিয়ার বিদ্যুৎ অবশ্যই ইউক্রেনেরই বিদ্যুৎ। এই নীতিকে অবশ্যই সম্পূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে।

সম্প্রতি জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে উদ্বিগ্নতা দেখা দিয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এর জন্য রাশিয়া-ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছেন।

জাতিসংঘসহ ইউক্রেন এই পারমাণবিক কেন্দ্রে বিপর্যয়ের আশঙ্কা করছে।  সূত্র: গার্ডিয়ান

বিডিপ্রতিদিন/কবিরুল  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর