রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করার বিষয়টি অস্বীকার করেছে উত্তর কোরিয়া। দেশটি জানিয়েছে, তারা কখইনোই মস্কোর কাছে অস্ত্র বিক্রি করেনি।
যদিও এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছিল উত্তর কোরিয়া থেকে অস্ত্রশস্ত্র কিনছে রাশিয়া।
মার্কিন কর্মকর্তাদের দাবি ছিল, উত্তর কোরিয়া থেকে রকেট ও আর্টিলারি কেনার প্রক্রিয়া করছে রাশিয়া। এছাড়াও পশ্চিমা নিষেধাজ্ঞায় নাকাল রাশিয়া ইরান থেকে অস্ত্র কেনারও পরিকল্পনা করছে, এমন দাবিও করেছিল মার্কিন গোয়েন্দারা।
সেই অভিযোগের প্রেক্ষিতে উত্তর কোরিয়া জানিয়েছে, ‘আমরা কখনোই রাশিয়ায় অস্ত্র রপ্তানি করিনি এবং ভবিষ্যতেও এমন কিছু করার পরিকল্পনাও নেই।’
পিয়ংইয়ংয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্র পূর্বশত্রুতার জেরে গুজব রটাচ্ছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল