২৬ সেপ্টেম্বর, ২০২২ ২১:১১

রাশিয়াকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

রাশিয়াকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান

পারমাণবিক বোমা ব্যবহার নিয়ে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বক্তব্যে এই হুমকি দেন। সুলিভান বলেন, পারমাণবিক বোমা ব্যবহার করলে রাশিয়াকে বিপর্যকর পরিণতির মুখোমুখি হতে হবে।

রয়টার্সের বরাতে আরব নিউজের খবরে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের- ‘গণভোটে ইউক্রেন থেকে দখল করা অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত হলে সেগুলো পূর্ণ নিরাপত্তা পাবে, বক্তব্যের পর সুলিভান এই হুঁশিয়ারি দিলেন।

উল্লেখ্য, ইউক্রেনের পূর্বদিকের সীমানার চার অঞ্চলের বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যুক্ত হবেন কিনা, তা নিয়ে গণভোট চলছে। ভোটের ফল প্রকাশের পর রাশিয়ার সংসদ আনুষ্ঠানিকভাবে অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ইউক্রেনে পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্র জবাব দেবে। তিনি বলেন, সীমারেখো লঙ্ঘন করলে রাশিয়াকে বিপর্যয়কর পরিণতি বরণের জন্য প্রস্তুত থাকতে হবে। যুক্তরাষ্ট্র চূড়ান্ত জবাব দেবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর