শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায়। গতকাল শুক্রবার দিবাগত রাতে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে অন্তত একজনের প্রাণহানি ও ৯ জন আহতের খবর পাওয়া গেছে। তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি। খবর রয়টার্সের।
জানা গেছে, ইন্দোনেশিয়ার কয়েকটি শহরে অনুভূত হয় ভূমিকম্পটি এবং এসময় লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে। এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া সুনামির সতর্কতা জারি না হলেও পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধসের বিষয়ে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, দেশটির সুমাত্রা দ্বীপের পাশঘেঁষে যাওয়া ভূতাত্ত্বিক চ্যুতি অত্যন্ত সক্রিয় ও বিপজ্জনক। এখানে ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ইন্দোনেশিয়া, শ্রীলংকা, ভারত, থাইল্যান্ডসহ আরও ৯ দেশের ২ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
বিডি-প্রতিদিন/শফিক