৬ অক্টোবর, ২০২২ ২২:০৪

দুগিনা হত্যাকাণ্ড নিয়ে মার্কিন রিপোর্টকে স্বাগত জানাল রাশিয়া

অনলাইন ডেস্ক

দুগিনা হত্যাকাণ্ড নিয়ে মার্কিন রিপোর্টকে স্বাগত জানাল রাশিয়া

দারিয়া দুগিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এক ব্যক্তি

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠ দার্শনিক আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনা হত্যাকাণ্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র্রের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এটা নিয়ে কথা বলেন।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা এক প্রতিবেদনে, বোমা বিস্ফোরণে দুগিনা হত্যায় ইউক্রেনীয় কর্মকর্তাদের সন্দেহ করেন। তবে হত্যার পরিকল্পনা যুক্তরাষ্ট্র আগে থেকে জানতো না বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা।

বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের দিমিত্রি পেসকভ বলেন, আমরা বিশ্বাস করতে চাই, যুক্তরাষ্ট্রের সহকর্মীরা এই হত্যাকাণ্ডের চেষ্টা করেননি। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা হত্যার পর সায় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গত আগস্টে একটি অনুষ্ঠান থেকে বাবার গাড়িতে ফেরার পথে বিস্ফোরণে নিহত হন আলেকজান্ডার দুগিন কন্যা দারিয়া দুগিনা। রুশ নিরাপত্তা বাহিনী ঘটনার পর তদন্ত প্রতিবেদনে জানায়, ইউক্রেনের দুইজন ব্যক্তি হত্যাকাণ্ড ঘটিয়ে এস্তোনিয়ায় পালিয়ে যায়। সূত্র: সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর