প্রতিশ্রুতি পূরণ করতে না পেরে পদত্যাগ করেছেন ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে হারিয়ে লিজ প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবার লিজ সরে যাওয়ায় কনজারভেটিভ পার্টির ঋষি ফের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামতে কনজারভেটিভ দলের ১০০ সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন। ঋষির সমর্থকরা বলছেন, ঋষির প্রতি প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্যের সমর্থন আছে। এদিকে, বিবিসি জানিয়েছে, ঋষির প্রতি ৯৩ সংসদ সদস্যের সমর্থন আছে বলে তারা নিশ্চিত হতে পেরেছে। তবে ঋষি এখনো প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামার ঘোষণা দেননি।
এদিকে, গুঞ্জন শোনা যাচ্ছে ফের ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে আগ্রহী বরিস জনসন। বাণিজ্য মন্ত্রী স্যার জেমস দদ্রিজকে বরিস নাকি জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী পদে লড়তে চান। উল্লেখ্য, বরিস পদত্যাগ করার পর গত ৫ সেপ্টেম্বর লিজ ট্রাস প্রধানমন্ত্রী হয়েছিলেন।
এ পর্যন্ত ব্রিটেনের সংসদের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের নেতা পেনি মরড্যান্ডই একমাত্র নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা জানা যাবে আগামী শুক্রবার।
সূত্র : বিবিসি