যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে গত বছরের দাঙ্গার ঘটনায় আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
ক্যাপিটল হিল দাঙ্গার তদন্তের দায়িত্বে থাকা কংগ্রেসের প্যানেল এই সমন জারি করে।
ট্রাম্পকে পাঠানো বার্তায় বলা হয়, ‘নির্বাচনকে উল্টে দিতে যে কোনো মার্কিন প্রেসিডেন্টের মধ্যে আপনিই প্রথম ও একমাত্র কেন্দ্রীয় ব্যক্তি।’ ‘আপনি জানতেন এ ধরনের কাজ অবৈধ ও অসাংবিধানিক’।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের একজন আইনজীবী আইনপ্রণেতাদের এই উদ্যোগকে ‘নিয়ম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন। ডোনাল্ড ট্রাম্প এই তদন্তকে আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ‘ধ্বংসাত্মক’ কার্যকলাপ থেকে ভোটারদের দৃষ্টি সরিয়ে নেওয়ার অপচেষ্টা হিসেবে চিহ্নিত করেছেন।
তবে ডোনাল্ড ট্রাম্প যদি এই সমনের আদেশ না মানেন তবে তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে সাক্ষ্যপ্রমাণ জমা দিতে ৪ নভেম্বর পর্যন্ত সময় পাবেন ট্রাম্প। ১৪ নভেম্বরের মধ্যে অবশ্যই ট্রাম্পকে প্যানেলের সামনে হাজির হতে হবে।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকরা হামলে পড়ে।
বিডি প্রতিদিন/নাজমুল