শেষ হয়েছে চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস। বর্তমান সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতা বাড়িয়ে দলীয় গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে।
পাঁচ বছরে একবার চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়। শি তৃতীয় বারের মতো ক্ষমতায় থাকছেন বলেই ধারণা করা হচ্ছে। কারণ, নতুন কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়নি প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও ওয়াং ইয়াংকে।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, পরবর্তী পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে শির ঘনিষ্ঠদের জায়গা করে দিতেই এই আয়োজন।
আগেই শোনা যাচ্ছিল আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান শি জিনপিং। তবে চূড়ান্তভাবে কী ঘটছে যাচ্ছে, তা জানা যাবে আগামীকাল রবিবার।
বিডি প্রতিদিন/নাজমুল