গোয়েন্দা ও সামরিক সহায়তার ভিত্তিতে অস্ট্রেলিয়ার সাথে একটি নিরাপত্তা চুক্তি করার বিষয়ে সম্মত হয়েছে জাপান। এশিয়া প্রশান্ত অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে এই চুক্তি করছে দুই দেশ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস ও জাপানের প্রধামন্ত্রী ফুমিও কিশিদা শনিবার নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করতে পার্থে এক সভা শেষে এই চুক্তির ঘোষণা দেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, জাপানের সামরিক বাহিনী উত্তর অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণে অংশ নিতে পারবে। সাথে গোয়েন্দা তথ্যও ভাগাভাগি করতে পারবে।
জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, মুক্ত ও স্বাধীন ইন্দো-প্রশান্ত অঞ্চল গঠনই দুই দেশের প্রধান লক্ষ্য।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল