চীনে কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের একটি ভিডিও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবর শিরোনাম হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, অনিচ্ছা সত্ত্বেও চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে সম্মেলনস্থলের মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সম্মেলনকেন্দ্রে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশেই বসেছিলেন ৭৯ বছর বয়সী হু জিনতাও। দুই জন ব্যক্তি এসে তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বারবার তিনি তাতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তবে কেন এটা করা হয়েছে তার ব্যাখ্যা পাওয়া যায়নি। যাওয়ার আগে শিকে কিছু বলতে দেখা যায় হু জিনতাওকে। তাতে মাথা নাড়েন শি। মঞ্চ ছাড়ার আগে প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের কাঁধে হাত রাখেন হু জিনতাও। লি কেকিয়াং শির ডান পাশে বসা ছিলেন।
উল্লেখ্য, ২০০২ থেকে ২০১২ পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন হু জিনতাও। ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত হু জিনতাও দেশটির প্রেসিডেন্ট ছিলেন। হু জিনতাওয়ের পর দলের সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন শি জিনপিং।
বিডি প্রতিদিন/ফারজানা