ইসরায়েলি সেনাদের গুলিতে আহত এক ফিলিস্তিনি যুবক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া একজন ইসরায়েলি নাগরিককে ছুরিকাহত করার পর পূর্ব জেরুজালেমে আরেকজন ফিলিস্তিনিকে গুলি করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত অন্তত ১২৫ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইহুদি বাহিনী। গত বুধবার এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ধর্মঘট কর্মসূচি পালন করে ফিলিস্তিনিরা।
সর্বশেষ নিহত ফিলিস্তিনি যুবকের নাম রাবি আরাফাহ রাবি (৩২। শনিবার হাসপাতালে তিনি মারা যান। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, কালকিলয়া শহরের দক্ষিণপূর্বের চেক পয়েন্টে তার মাথায় গুলি করা হয় ।
ইসরায়েল জানিয়েছে, অবৈধভাবে ইসরায়েলে গাড়ি নিয়ে প্রবেশের দায়ে যাত্রীকে ধরার চেষ্টা করছিলেন সেনারা। কিন্তু গাড়িটি পালিয়ে যায় এবং সেনাদের আঘাত করে। এরপর সেনারা গুলি করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল