ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর মিত্র বরার্তো জেফারসন। সম্প্রতি তাকে গ্রেফতার করতে তার বাড়িতে যান পুলিশ কর্মকর্তারা। তাদের দিকে গ্রেনেড ছুড়েন তিনি। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। রিও ডি জেনেরিওর উত্তরাঞ্চলীয় এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার আত্মসমর্পণ করেছেন বরার্তো।
৬৯ বছর বয়সী ববার্তো শুধু গ্রেনেড ছুড়েই ক্ষান্ত হননি, রাইফেল থেকে গুলি ছুড়েছেন এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করেছেন। এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জেইর বলসোনারো বলেন, পুলিশের ওপর হামলাকারীকে গ্রেফতার করা উচিত।
দেশের প্রধান বিচারপতিকে অপমান করায় বরার্তোকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বরার্তো আগে থেকেই গৃহবন্দী ছিলেন। গৃহবন্দী থাকার শর্ত ভঙ্গ করায় তাকে আটক করার নির্দেশ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা