ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া জি-২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, দুই নেতার মধ্যে অনুষ্ঠিত আলাপ গণমাধ্যমে ফাঁস হওয়ায় সামনাসামনি ট্রুডোর সমালোচনা করেছেন শি জিনপিং।
এমন সংবাদ প্রকাশের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শি জিনপিং ট্রুডোর সমালোচনা করেননি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বৃহস্পতিবার বলেন, যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা জি-২০ সামিটে দুই নেতার দীর্ঘ আলোচনার সংক্ষিপ্তরূপ। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। শি জিনপিং ট্রুডোর সমালোচনা করেছেন– বিষয়টি এভাবে ব্যাখা করা ঠিক নয়।
উল্লেখ্য, যে ভিডিও ঘিরে বিতর্ক তাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলত শোনা যায়, যা কিছু আমরা আলোচনা করেছি তার সব কিছুই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি ঠিক নয়। আন্তরিকতা থাকলে পরস্পরের প্রতি সম্মান রেখে আমরা আলোচনায় বসতে পারি। এটা না হলে আলোচনা করে কোনো লাভ নেই।
জবাবে জাস্টিন ট্রুডো বলেন, কানাডা মুক্ত এবং উদার আলোচনায় বিশ্বাসী। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল