ক্রিমিয়া উপদ্বীপে নিজেদের অবস্থান শক্ত করছে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনী খেরসনের নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়া এই সিদ্ধান্তের কথা জানাল।
ক্রিমিয়ায় নিযুক্ত মস্কোর গভর্নর সের্গেই আকসিওনভ বলেন, ক্রিমিয়ায় বসবাসরতদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এ অঞ্চল শক্তিশালীকরণের কাজ চলছে।
ইউক্রেনের গণতন্ত্রপন্থিদের বিক্ষোভের মধ্যে ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করেন। তবে এখন পর্যন্ত হাতে গোনা দু’একটি দেশ ছাড়া কেউই ক্রিমিয়ার স্বীকৃতি দেয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ সেনাদের দখলে যাওয়া ক্রিমিয়াসহ সকল অঞ্চল পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন।
গত সেপ্টেম্বরে খেরসনসহ চার অঞ্চলকে রাশিয়ার অংশ ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ঘোষণার মাত্র দুই মাসের মধ্যে খেরসন থেকে রাশিয়ার পিছু হটা মস্কোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
বিডিপ্রতিদিন/কবিরুল