টুইটার ও মেটার পর অ্যামাজনে গণছাঁটাই শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে অন্তত ১০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। রয়টার্স জানিয়েছে, তাদের ছাঁটাই প্রক্রিয়া আগামী বছর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার অ্যামাজন জানিয়েছে, যেভাবে পরিকল্পনা করা হয়েছে, তাতে কাজের ক্ষেত্র আরো কমে আসবে। ফলে কর্মীদের সংখ্যা সমন্বয় করতেই হবে।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরেই অ্যামাজন বড় ধরনের ক্ষতির সম্মুখীন। আর এ কারণেই গণহারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। এর পাশাপাশি খরচ কমানোর জন্য আরো বেশকিছু উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিডিপ্রতিদিন/কবিরুল