মেক্সিকোতে একটি সামরিক হেলিকপ্টার বিস্ফোরণে প্রাদেশিক নিরাপত্তা প্রধানসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটি পাঁচ আরোহীসহ উড্ডয়ন করে। এর কিছু সময় পরই সেটি বিধ্বস্ত হয়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মেক্সিকোতে প্রায়ই সরকারি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। সম্প্রতি আরেক দুর্ঘটনায় নৌবাহিনীর ১৪ কর্মকর্তা নিহত হন। সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল