জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির শিকার দরিদ্র দেশগুলোর জন্য সহায়তায় তহবিল গঠনে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মিসরের শার্ম আল-শেখে চলমান কপ-২৭ জলবায়ু সম্মেলনের শেষ দিনে এই ঘটনাকে ‘বড় অগ্রগতি’ হিসেবে দেখা হচ্ছে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জোট জি–৭৭–দীর্ঘদিন ধরে এ তহবিলের দাবি জানিয়ে আসছিল। এবারের কপ–২৭ সম্মেলনেও প্রধান দাবিগুলোর একটি এটি।
এই তহবিলের অর্থ দরিদ্র দেশগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামোর ওপর চরম জলবায়ুর ধ্বংসযজ্ঞ মোকাবিলা এবং উদ্ধারকাজ পরিচালনা ও পুনর্গঠনে ব্যয় করা হবে। তবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ইইউর এই উদ্যোগ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করছেন অনেকেই। ৃ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসে কপ-২১ নামের একটি সম্মেলনে জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২০০টি দেশ এতে স্বাক্ষর করে।
বিডিপ্রতিদিন/কবিরুল