ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। জেলেনস্কি এক টুইট বার্তায় জানিয়েছেন, তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে নিরাপত্তা এবং জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
জেলেনস্কি বলেন, ইউক্রেন বিশ্বের খাদ্য নিরাপত্তার জামিনদার থাকবে এরদোয়ানকে এই কথা বলেছি। টুইট বার্তায় জেলেনস্কি আরও বলেন, এরদোয়ান এবং তিনি রাশিয়ার সঙ্গে খাদ্যশস্য পরিবহন চুক্তির মেয়াদ সম্প্রসারণের প্রশংসা করেছেন। এই চুক্তি সমর্থনের জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ প্রদান করেন তিনি।
সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল