পাকিস্তানের উচ্চ আদালতের প্রধান বিচারক আমের ফারুক বলেছেন, ইমরান খানের জীবন হুমকির মুখে রয়েছে। তিনি (খান) পুনরায় আত্মঘাতী হামলার মুখোমুখি হতে পারেন।
ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই সমর্থকদের সড়ক অবরোধ নিয়ে ব্যবসায়ীদের করা এক রিটের শুনানিতে শুক্রবার বিচারক এই মন্তব্য করেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চ করার সময় গুলিবিদ্ধ হন ইমরান খান। খানের পায়ে গুলি লাগলেও হামলায় নিহত হন তার দলের একজন কর্মী। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি হামলার দায় স্বীকার করেন।
তবে ঘটনার জন্য ইমরান খান বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনাবাহিনীর মেজর জেনারেল নাসির ফয়সালকে দায়ী করেন। যদিও দাবির স্বপক্ষে কোনো প্রমাণ হাজির করেননি ইমরান খান। পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খানের অভিযোগ প্রত্যাখান করেছে।
শুক্রবার রিটের শুনানির সময় পুলিশ আদালতের কাছে গোয়েন্দা প্রতিবেদন দাখিল করে। ওই রিপোর্টে ইমরান খানের ওপর পুনরায় হামলার আশঙ্কা করা হয়। রিটের শুনানিতে বিচারক ইসলামাবাদের সড়কে র্যালি করার জন্য পিটিআইকে পুনরায় আবেদন করার নির্দেশ দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল