আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শেষে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের হুমকির পর এবার বড় পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র। এরই মধ্যে আজ শনিবার দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ আকাশ প্রতিরক্ষা মহড়ার জন্য কোরীয় দ্বীপে পুনরায় বি-১বি বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমনটাই জানিয়েছে। বলা হয়েছে, পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর শনিবার এই বিমান মোতায়েন করা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়া পরিচালনা করেছে। যৌথ এই মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমানসহ আরও অত্যাধুনিক কিছু বিমানও অংশ নিয়েছে। মহড়ায় কোরীয় দ্বীপে পুনরায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বি-১বি বোমারু বিমানও মোতায়েন করা হয়।
এর আগে, শুক্রবার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা পরে কিম জং উন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। গতকাল শুক্রবার তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এদিন উত্তর কোরিয়া এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরে নিক্ষেপ করে- যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি হোক্কাইডোর ২১০ কিলোমিটার পশ্চিমে জাপান সাগরের পানিতে পড়ে। যুক্তরাষ্ট্র এর তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে দক্ষিণ কোরিয়াও শক্ত পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়।
সূত্র : এএফপি, রয়টার্স ও এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শফিক