থাইল্যান্ডে ছোট আকারের পরমাণু চুল্লি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক জোটের (এপেক) সম্মেলনের অবকাশে এ কথা বলেছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেছেন, যেসব দেশ নিজেকে 'কার্বন নিউট্রাল' করতে চায় তাদেরকে সহযোগিতার অংশ হিসেবে ছোট আকারের পরমাণু চুল্লি নির্মাণ করা হবে। জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে থাইল্যান্ড, ২০২৫ থাইল্যান্ডকে 'কার্বন নিউট্রাল' দেশে পরিণত করতে ওয়াশিংটন সহযোগিতা করবে।
পৃথিবীর জলবায়ু পরিবর্তনে যে গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি তা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই গ্যাস নিঃসরণে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র : পার্সটুডে ও ওয়েবসাইট।
বিডি-প্রতিদিন/শফিক